Purchase!

আবদ্ধ সময় এবং মুক্তবুদ্ধির চর্চা

সবচেয়ে বড় স্বাধীনতা বোধহয় চিন্তার স্বাধীনতা। মানুষ মূলত চিন্তাশীল প্রাণী। কিন্তু দৈনন্দিন আহারে বিহারে আমরা ক’জন চিন্তার স্বাধীনতাকে জারি রাখি? ঋত্বিক ঘটক যে বলতেন, ভাবো, ভাবতে শেখো সেটা শুধু শিল্প-সাহিত্যের জন্যে প্রযোজ্য নয়।
By মিলু শামস
Category: গদ্য
Paperback
Ebook
Buy from other retailers
About আবদ্ধ সময় এবং মুক্তবুদ্ধির চর্চা
“Thou canst not touch the freedom of my mind.”
- John Milton, Comus

সবচেয়ে বড় স্বাধীনতা বোধহয় চিন্তার স্বাধীনতা। মানুষ মূলত চিন্তাশীল প্রাণী। কিন্তু দৈনন্দিন আহারে বিহারে আমরা ক’জন চিন্তার স্বাধীনতাকে জারি রাখি? ঋত্বিক ঘটক যে বলতেন, ভাবো, ভাবতে শেখো সেটা শুধু শিল্প-সাহিত্যের জন্যে প্রযোজ্য নয়। ভাবতে পারাটা মানব জন্মের সবচেয়ে বড় স্বার্থকতা। আর ভাবনার পরিধি জীবনযাত্রা পরিধির চেয়েও অনেক বড়। ভাবনা, চিন্তার জগত হয়তোবা আমাদের মহাবিশ্বের চেয়ে বড়।

ভাবনা-চিন্তার অবাধ প্রবাহ দেখতে পাই মিলু শামসের মুক্ত গদ্যে। তার গদ্যে শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি তো বটেই আরো বহুবিধ প্রসঙ্গ এসেছে স্বচ্ছ ও মুক্ত প্রবাহের মতো।

শেক্সপিয়ার, সত্যজিৎ রায়, আমানুল ইসলাম, তলস্তয়, মেরি ওলস্টোন ক্রাফট, বেগম রোকেয়ার মতো নক্ষত্রেরা বিরাজমান তার মুক্ত গদ্যের ভুবনে। নাটক, চলচ্চিত্র, মাদ্রাসা শিক্ষা, পপুলিজম কিংবা ভ্রমণ সংস্কৃতির মতো বিষয়কে তিনি সাবলীলভাবে বয়ান করেছেন। প্রতিপাদ্য বিষয়ে তার পান্ডিত্য লক্ষ্যণীয়। কিন্তু সেই পান্ডিত্য সাবলীল গদ্যের বিনয়ে ঢাকা পড়েছে। আদতে, তার মুক্ত গদ্য তার মুক্ত চিন্তারই বাহক।

মুম রহমান
Creative Dhaka
  • Copyright © 2025
  • Privacy Policy Terms of Use